হাইতিতে সহিংসতা, প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত
সহিংসতার আশঙ্কায় হাইতির প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী রোববার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণের কথা ছিল।
নির্বাচন কমিশনের বরাত দিয়ে আজ শনিবার দ্য গার্ডিয়ান জানায়, সার্বিক দিক বিবেচনা করে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এই নিয়ে তৃতীয়বারের মতো হাইতির প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করা হলো।
হাইতির নির্বাচন কমিশনের প্রেসিডেন্ট পিয়েরে লুইস অপোন্ট জানান, নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বয়কটের ঘোষণা দেয় বিরোধী প্রার্থীরা। এরপরই শুরু হয় সহিংসতা। তাই নিরাপত্তাজনিত কারণে প্রেসিডেন্ট নির্বাচনের ‘রান অফ ভোট’ পিছিয়ে দেওয়া হয়েছে।
এদিকে ভোটগ্রহণ স্থগিত করার ঘোষণায় বিক্ষোভকারীরা উল্লাসে মাতে। রাজধানী পোর্ট অব-প্রিন্সের রাস্তায় উৎসব করেছে তারা। তবে উল্লাসরত আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ। গোলাগুলির ঘটনাও ঘটেছে।
এর আগে গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে ক্ষমতাসীন প্রার্থীর ব্যাপক কারচুপির অভিযোগ করে ‘রান অফ ভোট’ বর্জন করেছিল বিরোধীরা।