আরেক জাপানির শিরশ্ছেদ করল আইএস

আরেক জাপানি নাগরিকের শিরশ্ছেদ করার ভিডিও প্রকাশ করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। হারুনা ইউকাওয়ার শিরশ্ছেদের এক সপ্তাহের ব্যবধানে সাংবাদিক কেনজি গোতোকে (৪৭) হত্যার ভিডিও প্রকাশ করল জঙ্গি গ্রুপটি।
যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে বেসামরিক নাগরিকদের দুঃখ-দুর্দশা নিয়ে রিপোর্টিংয়ের জন্য বিখ্যাত ছিলেন গোতো। গত অক্টোবরে ইউকাওয়াকে মুক্ত করার উদ্দেশে সিরিয়ায় যান তিনি।
এই হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত উল্লেখ করে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করবে জাপান। তার দেশ কখনোই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেবে না এবং আইএসের বিরুদ্ধে লড়াইরত দেশগুলোকে আরো সহায়তা দেওয়া হবে বলেও জানান আবে।
এই ঘটনায় আইএসের বিরুদ্ধে লড়াইরত যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো তীব্র নিন্দা জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট পৃথক বিবৃতিতে নিন্দা জানান।
ছেলে গোতোর মৃত্যুতে মা জানকো ইশিদো বাকরুদ্ধ। গোতোর ভাই জুনিচি জাপানের এনএইচকে টেলিভিশনকে বলেন, ‘আমাদের আশা ছিল, কেনজি গোতো ফিরে আসবে।’