সংলাপের আহ্বান পুনর্ব্যক্ত করল জাতিসংঘ
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট সমাধানে সংলাপের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ।
গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত মধ্যাহ্নের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মহাসচিব বান কি মুনের মুখপাত্র স্টিফান ডুজারিক বলেন, ‘রাজনৈতিক সংলাপ এবং উত্তেজনা নিরসনের আহ্বান পুনর্ব্যক্ত করা ছাড়া আর কোনো আপডেট আমার কাছে নেই।’
বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে আটকের ব্যাপারে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণের জবাবে তিনি এ কথা বলেন।
প্রশ্নকর্তা সাংবাদিক আরো জানতে চান, জাতিসংঘের আহ্বানের পরিপ্রেক্ষিতে কোনো সাড়া পাওয়া গেছে কিনা এবং কোনো প্রচেষ্টার অংশ হিসেবে তারানকো বা অন্য কোনো কর্মকর্তা বাংলাদেশে যাচ্ছেন কিনা?
জবাবে মুখপাত্র জানান, তাঁর কাছে এ ব্যাপারে কোনো তথ্য নেই। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত জানাতে চেষ্টা করবেন।
এর আগে গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিঠি দেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। ওই চিঠিতে তিনি রাজনৈতিক সংকট থেকে উত্তরণে রাজনৈতিক সংলাপ ও কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন। এরপর গত ২০ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে এক বৈঠকে বাংলাদেশের চলমান সংকটের সমাধান খুঁজে বের করতে সরকারের প্রতি আবারও আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব।