‘রামায়ণ’ পরীক্ষায় প্রথম মুসলিম কিশোরী

Looks like you've blocked notifications!
হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণ ও মুসলিম কিশোরী রাহেলা। ছবি : ইন্ডিয়ান এক্সপ্রেস

ভারতে হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণের ওপর নেওয়া একটি পরীক্ষায় প্রথম হয়েছে এক মুসলিম কিশোরী। কর্নাটকের শিক্ষা বিভাগের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে। সংবাদমাধ্যমটির খবর অনুযায়ী, ফাতিমা রাহেলা নামে নবম শ্রেণীর এক ছাত্রী রামায়ণ বিষয়ক পরীক্ষায় হিন্দু সহপাঠীদের পেছনে ফেলে প্রথম হয়েছে। রাহেলা এই বিষয়ে ৯৩ শতাংশ নম্বর পেয়েছে বলেও জানিয়েছে কর্নাটক শিক্ষা বিভাগ।

দক্ষিণ ভারতীয় রাজ্য কর্নাটকের পুত্তুর জেলার সর্বদয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতিমা। ভারতীয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সংস্কৃতি প্রতিষ্ঠান গত নভেম্বরে এই পরীক্ষায় অংশ নিয়েছিল রাহেলা। তার বাবা ইব্রাহিম আলী একটি লোহা কাটার কারখানায় কাজ করেন। কর্নাটক-কেরালা সীমান্তবর্তী একটি গ্রামে থাকেন তাঁরা।

এদিকে সাড়াজাগানো এই ফল লাভের পর রাহেলা বলে, ‘গত বছরের শুরু থেকে আমি আমার চাচার সহায়তায় রামায়ণ পরীক্ষার প্রস্তুতি নিই। এ ছাড়া সামনে মহাভারত বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়ার পরিকল্পনার কথাও জানান রাহেলা।