শাহরুখ খানের গাড়িতে হামলা

Looks like you've blocked notifications!

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বলিউড অভিনেতা শাহরুখ খানের গাড়ির ওপর হামলা হয়েছে। আজ রোববার ভারতীয় সময় ভোর ৫টার দিকে আহমেদাবাদের একটি হোটেলের গাড়ি রাখার স্থানে এ ঘটনা ঘটে।

পার্কিং লটে শাহরুখ খানের গাড়ি দাঁড়িয়ে ছিল, সেই গাড়ির ওপর হামলা চালানো হয়। দুষ্কৃতকারীরা শাহরুখের গাড়িতে পাথর ছোড়ে বলে অভিযোগ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সাংবাদিকরা জানান, হামলা চালানোর সময় দুর্বৃত্তরা রুমালে মুখ ঢেকে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে থাকে। পাশাপাশি ‘শাহরুখ খান হায় হায়’ বলেও স্লোগান দেয় তারা।

এ ঘটনার নেপথ্যে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা জড়িত বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

বর্তমানে ২০১৬ সালের অন্যতম বিগ বাজেটের ছবি ‘রইস’-এর শুটিংয়ের জন্য আহমেদাবাদে রয়েছেন শাহরুখ খান।

যে গাড়িটিতে ভাঙচুর চালানো হয়, সেই গাড়িতে করেই শাহরুখ খানের শুটিংয়ে যাওয়ার কথা ছিল। হামলায় গাড়িটির পেছনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হামলার সময় তিনি গাড়িতে ছিলেন না। শাহরুখের গাড়িটির পাশাপাশি হোটেল লক্ষ্য করেও ইট-পাটকেল ছোড়া হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা গুজরাটের ভুজ এলাকায় শাহরুখ খানের ‘রইস’ সিনেমার শুটিংয়ের তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখিয়েছিল।

এর আগে গত বছরের নভেম্বরে ভারতে অসহিষ্ণুতা নিয়ে প্রথম মুখ খোলেন শাহরুখ খান। এরপর গুজরাট, রাজস্থানসহ ভারতের বিভিন্ন জায়গায় তাঁর বিরুদ্ধে বিক্ষোভ করে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। এমনকি তারা শাহরুখের ‘দিলওয়ালে’ সিনেমাটি বয়কটেরও ডাক দেয়।

এবারে শাহরুখের ‘রইস’ সিনেমার শুটিং চলাকালীন এই হামলায় ফের ভারতের অসহিষ্ণুতার প্রশ্ন উঠে এলো বলে মনে করা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি শাহরুখ খান।