পিতৃত্বের ছুটি চালু হচ্ছে পশ্চিমবঙ্গেও

Looks like you've blocked notifications!
পশ্চিমবঙ্গের এক সরকারি হাসপাতালে সদ্যজাত শিশু। ছবি : বিবিসি বাংলা

প্রসবকালীন অবস্থায় এবং সন্তানের দেখভালের জন্য নারীরা এত দিন মাতৃত্বকালীন ছুটি পেতেন। এবার থেকে সন্তানের দেখভালের জন্য পশ্চিমবঙ্গের পুরুষ সরকারি কর্মীরাও পিতৃত্বকালীন ছুটি পাবেন। পশ্চিমবঙ্গ সরকার এক সরকারি আদেশ জারি করে জানিয়েছে, বাবারা সদ্য প্রসূত সন্তানের দেখভালের জন্য মোট ৩০ দিন বেতনসহ ছুটি নিতে পারবেন।

বিবিসি বাংলা এক সংবাদে জানায়, কেন্দ্রীয় সরকারের পুরুষ কর্মচারী বা অন্য অনেক বেসরকারি ক্ষেত্রের সংস্থাতে ইতিমধ্যেই পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা চালু রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের নারী কর্মচারীরা প্রসবের আগে পরে মোট ছয় মাস ছুটি পান। এই ছুটি অবশ্য দুটি সন্তান পর্যন্তই সীমাবদ্ধ।

এ ছাড়া গোটা চাকরি জীবনে সন্তানের দেখভালের জন্য মোট দুই বছর ছুটি নিতে পারেন পশ্চিমবঙ্গের নারী কর্মচারীরা। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পুরুষ কর্মচারীরা দুই পর্যায়ে মোট ৩০ দিন পিতৃত্বকালীন ছুটি নিতে পারেন।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সর্বশেষ বেতন কমিশন সুপারিশ করেছে যে পুরুষ কর্মচারীদেরও সন্তানকে দেখভালের ছুটি দেওয়া হোক, যেমন ছুটি পান নারী কর্মচারীরা।

এই ছুটি যাতে ‘সিঙ্গেল ফাদার’রাও পেতে পারেন, সেই সুপারিশও করেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কমিশন।