‘ফেসবুক সিইওকে বুলেটের আঘাতে ছিন্নভিন্ন করা হবে’

Looks like you've blocked notifications!
ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ এবং টুইটারের সিইও জ্যাক ডরোসিকে বুলেটবিদ্ধ অবস্থায় ভিডিওতে দেখানো হয়। ছবি : নিউইয়র্ক টাইমস

গত এক মাসে বিশ্বব্যাপী জঙ্গিবাদ প্রতিরোধের পদক্ষেপ হিসেবে সাড়ে তিন লাখ ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করেছিল সংস্থাটির কর্তৃপক্ষ। আর সামাজিক যোগাযোগের আরেকটি মাধ্যম টুইটার বন্ধ করে দিয়েছিল প্রায় আড়াই লাখ ‘সন্দেহজনক’ অ্যাকাউন্ট। আর এই সন্দেহভাজন অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ায় ফেসবুক ও টুইটারের সিইওকে হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। আইএসের একটি টুইটার অ্যাকাউন্টে দেওয়া বার্তার উল্লেখ করে নিউইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে। 

আরবিতে লেখা হুমকির তথ্য সংবলিত একটি টুইটের ছবি ও ইউটিউবের একটি ভিডিও শেয়ার করেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত এই সংবাদমাধ্যম। যেখানে লেখা আছে, ‘ফেসবুক সিইওকে বুলেটের আঘাতে ছিন্নভিন্ন করা হবে। একই পরিণতি হবে টুইটারের সিইওরও।’ 

এ ছাড়া অপর এক বার্তায় জঙ্গিদের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেন, ‘মার্ক (জাকারবার্গ) ও জ্যাকের (ডরোসি) উদ্দেশে বলছি, দৈনিক আমাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার অর্থ তোমরা আমাদের পক্ষে নও৷ চরম শাস্তির জন্য প্রস্তুত থাক। তোমরা ও তোমাদের সরকারকে এর ফল ভোগ করতে হবে৷’

এ ছাড়া আইএস জঙ্গিরা হুমকি দিয়ে বলেছে, প্রতি দশজন ফেসবুক ও টুইটার গ্রাহকের মধ্যে একজনের অ্যাকাউন্ট মুছে দেওয়া হবে৷ তারপর দুটি সংস্থাই বন্ধ করে দেওয়া হবে৷ দৈনিক মুছে দেওয়া সত্ত্বেও এখনো ১০ হাজার আইএস জঙ্গির অ্যাকাউন্ট ও ১৫০টিরও বেশি গ্রুপ সচল রয়েছে বলে এক ভিডিওতে জানিয়েছে জঙ্গিরা৷