বাগদাদে শিয়া মসজিদে আইএসের হামলা, নিহত ১৫

Looks like you've blocked notifications!
হামলার পর ইরাকের শুয়ালা জেলায় রাসুল আল আজম মসজিদের ভেতরের দৃশ্য। ছবি : রয়টার্স

ইরাকের রাজধানী বাগদাদে একটি শিয়া মসজিদে দুই আত্মঘাতী হামলাকারীর পৃথক বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৫০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে চারজন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন বলে স্থানীয় পুলিশের বরাতে জানিয়েছে বিবিসি।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় চালানো এই হামলার দায় আজ শুক্রবার সকালে স্বীকার করেছে মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন  ইসলামিক স্টেট (আইএস)। এক অডিও বার্তায় আইএস দাবি করে, ধর্মভ্রষ্টদের লক্ষ্য করে সফল এ হামলা চালানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাজধানীর উত্তর-পশ্চিমাঞ্চলের শুয়ালা জেলায় রাসুল আল আজম মসজিদে এশার নামাজের সময় এ হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে খবরে বলা হয়, বাগদাদের ওই মসজিদের ভেতরে প্রথম আত্মঘাতী হামলাকারী নিজের দেহের সঙ্গে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটান।এই ঘটনার কিছুক্ষণ পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে জড়ো হলে দ্বিতীয় আত্মঘাতী হামলাকারীও বোমার বিস্ফোরণ ঘটান।

এদিকে পুলিশের একটি সূত্র রয়টার্সকে বলেছে, ‘দুই আত্মঘাতী বোমা হামলাকারী রাসুল আল-আজম মসজিদের সামনে নিজেদের উড়িয়ে দেয়।’