আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১১
আফগানিস্তানে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তলাগোয়া কুনার প্রদেশে আজ শনিবার সকালে এ হামলা চালানো হয়।
আলজাজিরার খবরে জানানো হয়েছে, একটি মোটরসাইকেল ব্যবহার করে এই আত্মঘাতী হামলা চালানো হয়। এতে আরো ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে অনলাইনটির খবরে জানানো হয়েছে।
এছাড়া আরেকটি স্থানীয় সূত্র উদ্ধৃত করে আলজাজিরার খবরে বলা হয়, কুনারের আসাদাবাদ শহরে প্রাদেশিক গভর্নর ওয়াহিদুল্লাহ কালিমজাইয়ের কার্যালয়ের কাছে এ আত্মঘাতী বোমা হামলা চালায় হামলাকারীরা। হামলায় নিহতের সবাই বেসামরিক নাগরিক।
হামলার পর প্রাদেশিক গভর্নর ওয়াহিদুল্লাহ কালিমজাই জানান, এ ঘটনায় আহত ও নিহতদের অধিকাংশই পথচারী। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলেও জানান তিনি। এ ছাড়া মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।