নাস্তিকদের বিয়ে নিষিদ্ধ করবে ওকলাহামা
যুক্তরাষ্ট্রের ওকলাহামা অঙ্গরাজ্যে নাস্তিকদের বিয়ে নিষিদ্ধ করতে যাচ্ছে কর্তৃপক্ষ। এই সংক্রান্ত একটি প্রস্তাব আজ মঙ্গলবার পাস হয়েছে।
ওকলাহামা স্টেট হাউসে পাস হওয়া প্রস্তাব অনুযায়ী, শুধু ধর্ম বিশ্বাসীরাই বিয়ে করতে পারবে এবং একজন ধর্মীয় ব্যক্তি সব বিয়ের নিবন্ধনের অনুমোদন দেবে।
হাউস বিল ১১২৫ নামক প্রস্তাবটি কার্যকর হলে অঙ্গরাজ্যের সব ধরনের নাস্তিক বিয়েই নিষিদ্ধ হবে। প্রস্তাবটি এরই মধ্যে রিপাবলিকান সংখ্যাগুরু ভোটে পাস হয়েছে। বর্তমানে এটি বিবেচনার জন্য অঙ্গরাজ্যের সিনেটের কাছে পাঠানো হয়েছে।
প্রস্তাবের পক্ষে থাকা বিপাবলিকান সমর্থক ডিনিস জনসন বলেন, বিয়ের বিষয়টি সরকার সৃষ্টি করেনি। এটি সৃষ্টিকর্তার কাছ থেকে এসেছে। তাই শুধু ওকলাহামা নয় কোনো রাজ্যেরই এতে হস্তক্ষেপ করা উচিত নয়।
নাস্তিকদের আলাদা করতে নয় বরং সমকামীদের ওপর আঘাত হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করেন অনেকে। কারণ কোনো বিচারক বা কর্মকর্তার হাতে বিয়ের নিবন্ধনের দায়িত্ব না দিয়ে, একজন ধর্মীয় ব্যক্তিকে এই দায়িত্ব দেওয়ায় সমকামী বিয়ের নিবন্ধন পাওয়া অসম্ভব হবে।
তবে অনেক সামাজিক সংগঠনই এই প্রস্তাবকে নাগরিক অধিকারের পরিপন্থী বলে মনে করে।