বাগদাদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩১
ইরাকের বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। পূর্ব বাগদাদের সাদর শহরের একটি বিপণিবিতানের কাছে এ হামলা চালানো হয়।
দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানিয়েছে, শিয়া অধ্যুষিত এই শহরে দুই আত্মঘাতী হামলাকারী স্থানীয় সময় রোববার এ হামলা চালায়।
ইসলামিক স্টেটের (আইএস) দাবি, তাদের জঙ্গিরা এ হামলা চালিয়েছে। সামনে এ রকম আরো হামলা হবে বলেও ঘোষণা দিয়েছে তারা। সুন্নি মুসলমানদের এই সংগঠনটি ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলের নিয়ন্ত্রণে রয়েছে এবং শিয়া অধ্যুষিত অঞ্চলগুলোকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।
তবে সাম্প্রতিক সময়ে চালানো হামলাগুলোর মধ্যে গতকালেরটি ছিল ভয়াবহ। ৩১ জন নিহত হওয়ার পাশাপাশি অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরাক কর্তৃপক্ষ। ঘটনাস্থলের প্রকাশিত ছবিতে দেখা যায়, বহু মানুষের স্যান্ডেল, জুতা ও মোবাইল ফোন রক্তের সঙ্গে মিশে পড়ে আছে।
গত কয়েক মাসে ইরাকে ইসলামিক স্টেটের হামলায় বহু মানুষ নিহত হয়েছেন। ভবিষ্যতেও শিয়া মুসলমানদের লক্ষ্য করে আরো হামলা চালানো হবে বলে জানিয়েছে আইএস।