অস্ত্রবিরতির মধ্যে সিরিয়ায় ত্রাণ দেবে জাতিসংঘ

Looks like you've blocked notifications!

আগামী পাঁচ দিনে সিরিয়ার এক লাখ ৭০ নাগরিকের মধ্যে ত্রাণ সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে জাতিসংঘ। এ মুহূর্তে দেশটিতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অস্ত্রবিরতি চলছে।

সংস্থাটি জানিয়েছে, আগামী মার্চের শেষ নাগাদ দুর্গম অঞ্চলের আরো মানুষকে ত্রাণ দিতে তারা প্রস্তুত।

বিবিসি জানিয়েছে, গত শনিবার দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। তবে উভয় পক্ষই চুক্তিভঙ্গের অভিযোগ করেছে।

সিরিয়ায় জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সমন্বয়কারী ইয়াকুব আল-হিল্লো অস্ত্রবিরতি সম্পর্কে বলেছেন, শান্তি ও স্থিতিশীলতা টেকসই করতে গত পাঁচ বছরে এটাই সবচেয়ে বড় সুযোগ পেল সিরিয়ার মানুষ।

মাদায়ার মতো শহরগুলোয় খাদ্য, পানি ও ওষুধ সরবরাহ করা হবে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি আরো জানায়, এ জন্য যুদ্ধরত পক্ষগুলোর কাছ থেকে অনুমতি দরকার।

গত সপ্তাহে ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত দেইর আল-জুর শহরে ত্রাণ দেওয়ার প্রচেষ্টা ভেস্তে যায় জাতিসংঘের।

জাতিসংঘের হিসাবে সিরিয়ায় প্রায় পাঁচ লাখ মানুষ অবরুদ্ধ হয়ে আছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও রাশিয়া অস্ত্রবিরতিতে সম্মত হয়। দেশ দুটি সিরিয়ার বিরোধী পক্ষকে সমর্থন করছে। আইএস বা আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত নুসরা ফ্রন্টের ক্ষেত্রে অস্ত্রবিরতি প্রযোজ্য হবে না।