ফ্রান্সে বস্তি উচ্ছেদের সময় অভিবাসী-পুলিশ সংঘর্ষ

Looks like you've blocked notifications!
ফ্রান্সের অভিবাসীদের বস্তিতে আগুন। ছবি : রয়টার্স

ফ্রান্সের ক্যালে বন্দর শহরে অবৈধ বসতি উচ্ছেদকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে অভিবাসীদের তুমুল সংঘর্ষ হয়েছে।

আজ মঙ্গলবার সকালে বিবিসি জানিয়েছে, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে অভিবাসীরা। তাদের নিয়ন্ত্রণে টিয়ার গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ক্যালের এই শহরতলিটি অভিবাসীদের অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। বর্তমানে চার হাজারের বেশি অভিবাসী এখানে অবস্থান করছে, যার অধিকাংশই অবৈধ। এখান থেকে অনেকেই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে চলে যান।

পুলিশ জানিয়েছে, সরকার এই আশ্রয়কেন্দ্রটিকে অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আশ্রয়কেন্দ্রের বাসিন্দাদের মধ্যে মধ্যপ্রাচ্য, আফগানিস্তান, আফ্রিকা থেকে যাওয়ার লোকজন রয়েছে। এরা অনেক সময় মানবপাচারকারীদের সহায়তায় ইউরোপের অন্য দেশে চলে যায়।

ফ্রান্সের কর্তৃপক্ষের হিসাবমতে, আশ্রয়কেন্দ্রে প্রায় তিন হাজার ৭০০ বাসিন্দা রয়েছে। তবে হেল্প রিফিউজি নামে একটি সংস্থা জানিয়েছে, বাসিন্দার সংখ্যা পাঁচ হাজার ৪৯৭ জনের মতো হবে।

হেল্প রিফিউজি বলছে, এদের মধ্যে ২০৫ জন নারী ও ৬৫১ শিশু রয়েছে। এ ছাড়া ৪২৩ শিশুর কেউ নেই।

ক্যালে শহরের প্রধান ফাবিয়েন বুচিও জানান, স্থানীয় সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুযায়ী এখানে দুই হাজারের বেশি অভিবাসী থাকতে পারবেন না।