দুবাইয়ে সেপটিক ট্যাংকে ২ বাংলাদেশি নিহত
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের দেইরা আল কুয়াইতি মসজিদের সামনে নতুন নির্মিত ভবনের নিচে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মুহাম্মদ লোকমান ও পটিয়া উপজেলার মুহাম্মদ মান্নান। তাঁরা আল নাদ কোম্পানির শ্রমিক।
আল নাদ কোম্পানির শ্রমিক মুহাম্মদ আব্বাস জানান, তাঁরা মোট আটজন নির্মাণশ্রমিক আজ বিকেলে নির্মাণাধীন ভবনের নিচে সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজ শুরু করেন। প্রথমে একজন শ্রমিক নিচে নামেন কিন্তু তিনি আর ওপরে ওঠেননি। এরপর আরো একজন শ্রমিক নিচে নামেন। তিনিও ওপরে ওঠেননি। তাৎক্ষণিক তাঁরা বিষয়টি পুলিশকে জানান।
এ ব্যাপারে দুবাই কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) এ কে এম মিজানুর রহমান সাংবাদিকদের জানান, এই বিষয়ে তাঁরা খোঁজ নিয়ে দেখছেন।