ব্রাসেলসে হামলা : সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ

Looks like you've blocked notifications!

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের জাভেনতেম বিমানবন্দর ও মেট্রো স্টেশনের বোমা বিস্ফোরণের ঘটনায় এক সন্দেহভাজনের খোঁজ পেতে ‘ওয়ান্টেড নোটিশ’ জারি করেছে পুলিশ।

স্থানীয় সময় মঙ্গলবার সকালে জাভেনতেম বিমানবন্দরের বহির্গমন বিভাগে দুটি বিস্ফোরণ ঘটে। ঘণ্টাখানেক পরই ব্রাসেলসের মায়লবেক মেট্রো স্টেশনে বোমা হামলা হয়। তিনটি বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন।

বিবিসির খবরে বলা হয়, তিন ব্যক্তিকে জাভেনতেম বিমানবন্দরে বোমা বিস্ফোরণের ঘটনায় সন্দেহ করছে বেলজিয়ান পুলিশ। বোমা বিস্ফোরণের অল্প সময় আগে ওই তিন ব্যক্তিকে বিমানবন্দর দিয়ে হাঁটতে দেখা গেছে। তাদের মধ্যে একজনের মাথায় টুপি ছিল। তাকে খুঁজছে পুলিশ। বাকি দুজন আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছে।

ব্রাসেলসের এ হামলায় দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। এর পর দেশজুড়ে সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হয়েছে।  

দুটি স্থানে হামলার পর বেলজিয়ামজুড়ে সর্বোচ্চ জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী সালেহ আবদেসসালাম ব্রাসেলসে গ্রেপ্তার হওয়ার মাত্র চার দিনের মাথায় বিস্ফোরণের ঘটনা ঘটল।

প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দরে একটি মার্কিন বিমান সংস্থার বিমানের কাছে বিস্ফোরণটি ঘটে। ঘটনার পরপরই বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়।