ব্যাংক ডাকাতির ‘ডিজিটাল’ চেষ্টা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/04/12/photo-1460455809.jpg)
দেয়াল ভেঙে ব্যাংকের ভল্টে ঢুকেছে দুই চোর। ভল্টে থাকা শনাক্তকরণ যন্ত্র চোর প্রবেশের পরও নিশ্চুপ। কারণ, আপাদমস্তক অ্যালুমিনিয়াম ফয়েল (কাগজের মতো পাতলা ধাতব পাত) জড়িয়ে তাপ সংবেদী শনাক্তকরণ যন্ত্রকে ফাঁকি দিয়েছে তারা। তবে এত পরিকল্পনার পরও ক্যামেরায় ধরা পড়ে দুই চোর। অভিনব এ ঘটনা ঘটেছে ব্রাজিলে।
সিএনএন জানিয়েছে, উল্লিখিত দুই চোর সম্প্রতি গত শনিবার গভীর রাতে ব্রাজিলের রাষ্ট্রীয় ব্যাংকের প্রায়া গ্র্যান্ডে শাখায় চুরির চেষ্টা করে। শনাক্তকরণ যন্ত্রকে ফাঁকি দেওয়ার পরিকল্পনা থাকলেও ভল্টে থাকা সিসি ক্যামেরার বিষয়টি হয়তো তাঁদের অজানা ছিল।
চোর দুজন দেয়াল ভেঙে ঢোকার পরপরই ক্যামেরায় বিষয়টি দেখতে পান নিরাপত্তাকর্মীরা। বিষয়টি তাঁরা পুলিশকে জানান। পরে ঘটনাস্থলে এসে পুলিশ একজনকে গ্রেপ্তার করে।
সান্তা কাতারিনা মিলিটারি পুলিশ জানিয়েছে, অ্যালুমিনিয়াম ফয়েল পেঁচিয়ে চোর দুজন শনাক্তকরণ যন্ত্রকে ধোঁকা দিতে চেয়েছিল। তবে সিসি ক্যামেরায় তাঁদের উপস্থিতি ধরা পড়ে।
পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গেছে, ভল্টের মধ্যে থাকা সিসি ক্যামেরারসহ বিভিন্ন ক্যামেরা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হয়। ওই নিয়ন্ত্রণে থাকার নিরাপত্তাকর্মীরাই পুলিশকে অভিনয় কায়দায় চুরির কথা জানায়।
সান্তা কাতারিনা মিলিটারি পুলিশের মুখপাত্র মেজর ক্রিশ্চিয়ান দিমিত্রি বলেন, সিসি টিভির ফুটেজে দুই ব্যক্তিকে অ্যালুমিনিয়াম ফয়েল জড়িয়ে থাকা অবস্থায় হামাগুড়ি দিয়ে ব্যাংকের মূল ভল্টের দিকে এগোতে দেখা যায়। গ্রেপ্তারের পর তাদের কাছে ড্রিলসহ বিভিন্ন যন্ত্র পাওয়া যায়। এ থেকে ধারণা করা হয়, দুই চোর মূল ভল্টের দিকে এগোচ্ছিল।
পুলিশের ধারণা, দুজন ছাড়াও ওই চুরির পরিকল্পনায় আরো মানুষ যুক্ত ছিল। পুলিশ দেখে তারা গাড়ি নিয়ে পালিয়েছে।