ফিলিপাইনে জিম্মি কানাডীয় নাগরিক হত্যা
ফিলিপাইনে জিম্মি করে রাখা এক কানাডীয় নাগরিককে হত্যা করেছে জঙ্গিরা। এর আগে কয়েক মাস তিনি ওই জঙ্গিদের হাতেই জিম্মি ছিলেন।
বিবিসি জানায়, গত বছর সেপ্টেম্বরে ফিলিপাইনের এক অবসরযাপন কেন্দ্র থেকে কানাডীয় নাগরিক জন রিডসডেল (৬৮) এবং অপর তিন ব্যক্তিকে অপহরণ করে আবু সায়াফ জঙ্গিগোষ্ঠী। পরে তাঁরা মুক্তিপণ দাবি করে। মধ্যে মুক্তিপণের অর্থ না দেওয়া হলে ২৫ এপ্রিল একজন পুরুষ জিম্মিকে হত্যার কথা জানায় তারা।
নিজ দেশের নাগরিক হত্যার খবর জেনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ‘এটি ঠাণ্ডা মাথায় খুন।’
জানা গেছে, গত সেপ্টেম্বরে ফিলিপাইনের সমুদ্রতীরবর্তী শহর দাভাও থেকে কানাডীয় জন রিডসডেল, রবার্ট হল ও তাঁর বান্ধবী ম্যারিটেস ফ্লর এবং নরওয়ের এক নাগরিক ও ফিলিপাইনের এক নারীকে অপহরণ করে আবু সায়াফ জঙ্গিগোষ্ঠী। অপহৃতদের ৫০০ কিলোমিটার দূরের জলো দ্বীপে নেওয়া হয়। পরে গত নভেম্বরে এক ভিডিওতে তাঁদের জন্য আট কোটি মার্কিন ডলার মুক্তিপণ দাবি করা হয়। পরে জঙ্গিগোষ্ঠীর পক্ষ থেকে বলা হয়, মুক্তিপণ না দেওয়া হলে জন রিডসডেলকে হত্যা করা হবে। বেঁধে দেওয়া সময় পার হওয়ার কয়েক ঘণ্টা পরই জলো শহরের রাস্তায় দেহ থেকে আলাদা করা একজনের মাথা পড়ে থাকতে দেখা যায়। মাথাটি কোনো বিদেশির বলে নিশ্চিত করেছে ফিলিপাইনের নিরাপত্তা বাহিনী। তবে এর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জন রিডসডেলের বন্ধু বব রে সিবিসি নিউজকে বলেন, রিডসডেলকে মুক্তির জন্য ছয় মাস ধরে তাঁদের চেষ্টা অব্যাহত ছিল। জন রিডসডেল খনি কর্মকর্তা ও সাংবাদিক হিসেবে কাজ করেছেন।
বিবিসি জানিয়েছে, ১৯৯০ সালে জঙ্গিগোষ্ঠীআল-কায়েদার অর্থায়নে গড়ে ওঠে আবু সায়াফ। ফিলিপাইনে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সরকারের সঙ্গে লড়ছে এই গোষ্ঠী। সম্প্রতি তারা মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠিীইসলামিক স্টেটের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। চলতি মাসে আবু সায়াফের সঙ্গে সংঘর্ষে জলোর কাছে বাসিলান দ্বীপে ফিলিপাইনের আট সেনা নিহত হয়েছেন।