উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন দলের ঐতিহাসিক সম্মেলন

Looks like you've blocked notifications!
উত্তর কোরিয়ার বর্তমান নেতা কিম জং-উন। ছবি : রয়টার্স

উত্তর কোরিয়ায় আগামী মাসে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সম্মেলন অনুষ্ঠিত হবে। ৬ মে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। প্রায় ৪০ বছরের ইতিহাসে এটিই ক্ষমতাসীন দলের প্রথম সম্মেলন। একই সঙ্গে বর্তমান উত্তর কোরীয় নেতা কিম জং-উনেরও প্রথম সম্মেলন এটি।

বিবিসি জানিয়েছে, পশ্চিমা বিশ্ব এ সম্মেলনের ওপর গভীরভাবে নজর রাখবে। সম্মেলনে দলটির নীতির কোনো পরিবর্তন হতে পারে। একই সঙ্গে দেশটির বিতর্কিত পরমাণু কর্মসূচি বিষয়েও কোনো ঘোষণা দেওয়া হতে পারে।

জানা গেছে, সর্বশেষ ১৯৮০ সালে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এর পর জন্মগ্রহণ করেন বর্তমানে দেশটির নেতা কিম জং-উন। চার দিনের ওই সম্মেলনে উত্তর কোরিয়ার পরবর্তী নেতা হিসেবে উনের বাবা কিম জন-ইলের নাম ঘোষণা করেন তাঁর দাদা কিম ইল-সাং।

বিশেষজ্ঞদের ধারণা, পঞ্চম পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। কারণ, বড় কোনো রাজনৈতিক বা রাষ্ট্রীয় উপলক্ষে দেশটির পক্ষ থেকে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়।

চলতি বছর জানুয়ারিতে জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে উত্তর কোরিয়া চতুর্থ পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায়। এরপর দেশটির ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ।