কোহ তাচাই দ্বীপে পর্যটক নিষিদ্ধ করছে থাইল্যান্ড

Looks like you've blocked notifications!
পরিবেশ বিনষ্টের শঙ্কায় কোহ তাচাই দ্বীপে পর্যটক নিষিদ্ধ করেছে থাইল্যান্ড। ছবি : রয়টার্স

থাইল্যান্ডের ফাং নগা প্রদেশের কোহ তাচাই দ্বীপে পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড। প্রাকৃতিক সম্পদ বিনষ্টের শঙ্কায় দেশটি এমন উদ্যোগ নিয়েছে।

ব্যাংকক পোস্টের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, থাইল্যান্ডের এই দ্বীপ সিমিলান জাতীয় পার্কের অন্তর্গত। বৃষ্টির সময়ে এই দ্বীপসহ বেশ কিছু পর্যটনকেন্দ্র মধ্য মে থেকে মধ্য অক্টোবর পর্যন্ত বন্ধ থাকে। তবে এবার বন্ধ হওয়ার পর তাচাই দ্বীপটি আর উন্মুক্ত করা হবে না।

সিমিলান পার্ক পর্যটক ও সাঁতারুদের কাছে বেশ জনপ্রিয়। পার্কটির কিছু কিছু জায়গায় এখনো পর্যটকদের প্রবেশ স্বাভাবিক রয়েছে।

থাইল্যান্ডের জাতীয় পার্ক, বন্য প্রাণী ও উদ্ভিদ সংরক্ষণ বিভাগের মহাপরিচালক তুনিয়া নেতিথাম্মাকুল ব্যাংকক পোস্টকে বলেন, দ্বীপ ও সমুদ্রের পরিবেশ আগের জায়গায় ফিরিয়ে নিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের বরাত দিয়ে স্থানীয় কিছু গণমাধ্যম জানায়, কোহ তাচাইয়ের একটি সৈকত ৭০ জনের মতো লোকের জন্য উপযুক্ত। অথচ সেখানে কখনো কখনো এক হাজারের বেশি মানুষ জড়ো হন। এতে সৈকতের পরিবেশ নষ্ট হয়।