পশ্চিমবঙ্গে আবারো মমতা

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগণনা প্রায় শেষ। সরকারি ফল ঘোষণা করা হয়নি। তবে তৃণমূল শিবিরে চলছে যেন যুদ্ধজয়ের আনন্দ। কারণ এ রাজ্যে আবারো ঘুরবে দিদির ছড়ি। এ দশা বুঝতে পেরে এরই মধ্যে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।
পশ্চিমবঙ্গের বিধানসভায় আসন ২৯৪টি। এর মধ্যে ২১৮টিতে এগিয়ে আছে তৃণমূল। দলটি ২০১১ সালে আসন পেয়েছিল ১৮৪টি। অর্থাৎ এবার ৩৪টি আসন বেশি পেতে যাচ্ছে।
এ খবরে এরই মধ্যে তৃণমূলের কর্মী-সমর্থকরা সবুজ আবির নিয়ে খেলায় মেতেছে। ভোটের আগে তৃণমূলের স্লোগান ছিল ‘ঠাণ্ডা ঠাণ্ডা কুল কুল, এবার জিতবে তৃনমূল’। সেই স্লোগানকেই সত্যি করল দলটি।
কলকাতার ভবানীপুর কেন্দ্র থেকে প্রায় ১১ হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা সংলগ্ন উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসত কেন্দ্রে জয়ের পথে এগিয়ে রয়েছেন তৃলমূলপ্রার্থী তথা অভিনেতা চিরঙ্গিত চক্রবর্তী। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দিঘী কেন্দ্রে জয়ের পথে তৃনমূলপ্রার্থী দেবশ্রী রায়। হুগলির চন্দননগরে এগিয়ে আছেন তৃণমূলপ্রার্থী তথা গায়ক ইন্দ্রনীল সেন। হাওড়া কেন্দ্রে ক্রিকেটার তথা তৃনমূল প্রার্থী লক্ষীরতন শুক্লা এগিয়ে আছেন। হাওড়ার বালি কেন্দ্র থেকে জয়ের পথে দলটির প্রার্থী তথা জগমোহন ডালমিয়া কন্যা বৈশালী ডালমিয়া। এ ছাড়া বিভিন্ন কেন্দ্রে তৃণমুল প্রার্থীরা এগিয়ে আছেন।
বাম-কংগ্রেস জোটের অন্যতম মুখ সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র নারায়নগড় কেন্দ্রে পিছিয়ে আছেন। তৃণমূলের এই বিশাল জয়ের মুখে দাঁড়িয়ে বিরোধী শিবিরের নেতা-কর্মীরা এখন থেকেই ঘরমুখো হতে শুরু করেছেন।
তৃণমূল জয়ের দিকে এগিয়ে যাওয়ায় কলকাতার কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভীড় বাড়ছে। সেখানে জয়ের আনন্দে মেতে উঠেছে দলের কর্মী-সমর্থকরা। শঙ্খ বাজিয়ে ফুল ছড়িয়ে দিদিকে শুভেচ্ছা জানাচ্ছেন তারা।
তৃনমূলের এই বিশাল জয়ের খবরে আজ বৃহস্পতিবার বেলা ১১টা ১০ মিনিটে টেলিফোনে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
স্থানীয় সময় দুপুর ১২টা পর্যন্ত পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ২১৮টিতে। বাম-কংগ্রেস জোট এগিয়ে আছে ৭৬টি আসনে। এর মধ্যে বামফ্রন্ট পেয়েছে ৪৩টি ও কংগ্রেস ৪০টি। বিজেপি এগিয়ে আছে ৫টি আসনে। অন্যন্য দল এগিয়ে আছে ৪টি আসনে।
প্রথমবারের মতো পাঁচটি আসনে এগিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে পায়ের তলার জমি কিছুটা শক্ত করতে চলেছে বিজেপি।