পোলিও টিকায় নারাজ, ৭০ জন বাবা-মা আটক

Looks like you've blocked notifications!
পাকিস্তানে এক শিশুকে পোলিও টিকা খাওয়ানো হচ্ছে। ছবি : রয়টার্স

শিশুকে পোলিও টিকা দিতে অস্বীকার করায় পাকিস্তানের পুলিশ প্রায় ৭০ জন বাবা-মাকে গ্রেপ্তার করেছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটে।

বিবিসি বাংলার খবর অনুযায়ী, টিকা দিতে অস্বীকৃতি জানানোর জন্য আরো ২০০ জন বাবা-মায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। পুলিশ এখন এদের খুঁজছে।

পেশোয়ারের সরকারি কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, তিনদিন ধরে চলা এই টিকাদান কর্মসূচিতে এবার আট লাখ শিশুকে পোলিও টিকা দেওয়া হয়েছে। তবে প্রায় ২০০০ পরিবার শিশুদের এটি দিতে অস্বীকৃতি জানিয়েছে।

পাকিস্তানের ইসলামপন্থী জঙ্গিরা এই টিকা কর্মসূচির ঘোর বিরোধী। তাদের মধ্যে এই মিথ্যে ধারণা তৈরি হয়েছে যে, স্বাস্থ্যকর্মীরা সবাই পশ্চিমা দেশের গুপ্তচর এবং পোলিও টিকা দেওয়া হলে শিশুরা ভবিষ্যতে বন্ধ্যা হয়ে যাবে।

পাকিস্তান ও আফগানিস্তানে পোলিও এখনো বিরাট এক স্বাস্থ্য সমস্যা।