ঐতিহাসিক সফরে হিরোশিমার পথে ওবামা

Looks like you've blocked notifications!
জাপানে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি : ফোকাস বাংলা

হিরোশিমায় মার্কিন বোমা হামলার সাত দশক পর শহরটিতে পরিদর্শনে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট। 

আজ শুক্রবার জাপানের হিরোশিমা শহরের উদ্দেশে যাত্রা করছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বোমার আঘাতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হিরোশিমায় সফরে গিয়ে সেই ‘পুরোনো ক্ষতে হাত বুলিয়ে’ দেশ দুটির মধ্যে সম্পর্ক ঠিক করতে চাইছেন ওবামা।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ভয়াবহ স্মৃতির শহরটিতে সফরের মাধ্যমে আবারও ইতিহাসের ওই অন্ধকার অধ্যায়ে আলো ফেলছেন মার্কিন প্রেসিডেন্ট। এ সফরের মাধ্যমে গোটা বিশ্বকে একটি বার্তা দিতে চান ওবামা। আর সেটি হলো, পরমাণু অস্ত্র যদি ভুল হাতে পড়ে, তাহলে তা একটি বৈশ্বিক হুমকিতে পরিণত হতে পারে।

আজ জাপানের স্থানীয় সময় দুপুরের পর দক্ষিণ জাপানের হিরোশিমায় পৌঁছাবেন ওবামা। সেখানে বোমা হামলায় নিহতদের স্মরণে পিস মেমোরিয়াল পার্কে তৈরি স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তিনি। সেখানে বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসাবশেষও দেখবেন তিনি। বারাক ওবামা প্রায় তিন ঘণ্টা হিরোশিমায় অবস্থান করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

১৯৪৫ সালে ওই বোমা বিস্ফোরণের পর বেঁচে যাওয়া মানুষের সঙ্গেও দেখা করবেন মার্কিন প্রেসিডেন্ট। এদের মধ্যে বেশির ভাগই সে সময় ছিলেন তরুণ। ওই হামলায় এক লাখ ৪০ হাজার মানুষ নিহত হন। 

এদিকে, দীর্ঘ ৭১ বছর পর হিরোশিমা সফরে গেলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবেন না বারাক ওবামা। অনেকেই ক্ষমা প্রত্যাশা করলেও মার্কিন কর্তৃপক্ষ বলছে, এ রকম কিছু ঘটবে না। 

চলমান বিশ্বের সাত অর্থনৈতিক পরাশক্তির জোট গ্রুপ অব সেভেনের (জি-৭) সম্মেলনের যোগ দিতে জাপানের নাগোয়ায় রয়েছেন বিভিন্ন দেশের বিশ্বনেতারা। এই বৈঠকে যোগ দিতেই মূলত জাপানে গেছেন বারাক ওবামা। এরই ফাঁকে হিরোশিমা সফরে যাচ্ছেন তিনি।