বামপন্থীদের হত্যায় আর্জেন্টিনার সামরিক শাসকের কারাদণ্ড

Looks like you've blocked notifications!
ছবি : এএফপি

অপারেশন কনডরের অধীন গোপনে বহু বামপন্থীকে অপহরণ ও হত্যার অপরাধ প্রমাণিত হওয়ায় আর্জেন্টিনার সাবেক সামরিক শাসক রেনাল্দো বিগনোনের কারাদণ্ড হয়েছে।

শুক্রবার আর্জেন্টিনার একটি আদালত বিগনোনে ও আরো ১৪ সামরিক কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করেন। দীর্ঘ তিন বছর এ বিচার প্রক্রিয়া চলে।

১৯৭০-এর দশকে আর্জেন্টিনা, উরুগুয়ে, ব্রাজিল, চিলি, প্যারাগুয়ে ও বলিভিয়ায় গোপনে অপারেশন কনডর চালানো হয়। এতে বহু বামপন্থীকে হত্যা করা হয়।

বুয়েনস এইরেসের আদালতের বিচারকরা আর্জেন্টিনার সবশেষ এক নায়কের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করেন।

আর্জেন্টিনার বাইরে উরুগুয়ের সাবেক কর্নেল ম্যানুয়েল করদেরোকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিবিসি জানিয়েছে, বিচারকরা অন্য সামরিক শাসকদের শাস্তির রায় পড়ে শোনাচ্ছেন।

অপারেশন কনডরের মধ্য দিয়ে দক্ষিণ আমেরিকার দেশগুলো একজোট হয়। বিশেষ করে, নতুন শত্রু মার্কসবাদী ভাবাদর্শ ছড়িয়ে পড়ার বিরুদ্ধে লড়াই করতে একনায়করা জোট বাঁধেন। ১৯৮০-এর দশকজুড়ে চলে অপারেশন কনডর।