ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে চার ইসরায়েলি নিহত

ইসরায়েলের তেলআবিব শহরের একটি বিপণিবিতান ও খাবার দোকান এলাকায় প্রকাশ্যে গুলি করে চারজনকে হত্যা করেছে দুই ফিলিস্তিনি বন্দুকধারী। তাদের গুলিতে আহত হয়েছেন অন্তত ছয়জন।
স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
ইসরায়েলি কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে বলা হয়, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সেনা সদর দপ্তরের খুব কাছের সারোনা মার্কেট এলাকার দুটি স্থানে এ হামলা চালানো হয়।
পুলিশের ভাষ্য, বন্দুকধারীরা ফিলিস্তিনের পশ্চিম তীরের শহর হেবরনের কাছের গ্রাম ইয়াত্তার বাসিন্দা। দুই বন্দুকধারীই এখন পুলিশের হেফাজতে রয়েছে। তবে তাদের একজনকে হাসপাতালে অস্ত্রোপচার করা হয়েছে।
গত বছর থেকে ইসরায়েলে বিচ্ছিন্নভাবে এ ধরনের হামলা চালিয়ে আসছে ফিলিস্তিনিরা। গত কিছুদিনে এসব হামলার পরিমাণ কমে এলেও হঠাৎ করে আবার এ হামলা চালানো হলো।
রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলার দুটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এভাবে খুন ও সন্ত্রাসকে জঘন্য ঘটনা বলে মন্তব্য করেছেন তিনি।
প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, বিপণিবিতানটির বিভিন্ন খাবার ও পানীয়র দোকানে যখন শহরবাসী বিশ্রাম করছিলেন, ঠিক সে সময়ে এই হামলা চালানো হয়। দুই বন্দুকধারী গুলি ছুড়তে ছুড়তে ওই এলাকায় এসে উপস্থিত হয়। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওচিত্রে দেখা যায়, হঠাৎ করে গুলিবর্ষণ শুরু হলে দর্শনার্থীরা এদিক-সেদিক দৌড়াতে শুরু করেন। সন্ত্রাসী হামলা হয়েছে ধরে নিয়ে প্রাণ বাঁচাতে ছুটতে থাকেন তাঁরা।
ইচিলভ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গুলিতে আহত চার ব্যক্তিকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছিল। এ ছাড়া আহত রোগীদের অবস্থাও আশঙ্কাজনক।