দুই বোমায় বাগদাদে নিহত ২৪, আহত ৭০
দুটি পৃথক কারবোমা বিস্ফোরণে ইরাকের রাজধানী বাগদাদে ২৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এই বোমা হামলার ঘটনা ঘটে। আল-জাজিরার খবর অনুযায়ী, এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৭০ জন।
বাগদাদের পূর্বাঞ্চলীয় জেলা আল-জাদেদার একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সকালে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি বিস্ফোরিত হলে অন্ততপক্ষে ১৫ জন নিহত হন। এতে আহত হন ৫০ জনের বেশি মানুষ। এর পর আরেকটি বিস্ফোরণের শব্দ শুনতে পায় শহরবাসী।
ইরাকি পুলিশের বরাতে আরব দুনিয়ার প্রভাবশালী এ সংবাদমাধ্যম জানায়, ১২ মিনিটের ব্যবধানে এ দুটি কারবোমা হামলা চালানো হয়। সকাল ৯টা তিরিশের দিকে প্রথমে একটি বাণিজ্যিক এলাকায় হামলা চালানো হয়। এর ঠিক ১২ মিনিট পরে তাজি এলাকায় একটি সেনা তল্লাশিচৌকি লক্ষ করে দ্বিতীয় হামলাটি চালানো হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ এ দুটি বোমা হামলার দায়িত্ব স্বীকার করেনি।
এদিকে রয়টার্স জানিয়েছে, এমন এক সময়ে এ হামলা হলো, যখন আইএসের দখল থেকে বাগদাদের পশ্চিমে ফাল্লুজা শহরটি মুক্ত করার লক্ষ্যে লড়াই করছে ইরাকি বাহিনী।