আফগানিস্তানে কলকাতার নারী এনজিওকর্মী অপহৃত
আফগানিস্তানে জুডিথ ডি সুজা (৪০) নামে কলকাতার এক নারী এনজিওকর্মী অপহৃত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটে রাজধানী কাবুলের তাইমানি এলাকা থেকে তাঁকে অপহরণ করা হয় বলে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে।
জুডিথ ডি সুজার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার এন্টালির সিআইটি রোডে। তিনি কাবুলের স্বেচ্ছাসেবী সংস্থা আগা খান ফাউন্ডেশনের সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজর হিসেবে কর্মরত ছিলেন।
আগা খান ফাউন্ডেশনের বরাত দিয়ে একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, অফিসের ঠিক বাইরে আরো কয়েকজনের সঙ্গে জুডিথকে অপহরণ করা হয়। কে বা কারা তাঁকে অপহরণ করেছে তা এখনো স্পষ্ট নয়। তবে ওই সংস্থার নিরাপত্তাকর্মীরা তাঁদের সন্ধান শুরু করেছেন। আজ শুক্রবার দুপুর পর্যন্ত কোনো গোষ্ঠী এ ঘটনার দায় স্বীকার করেনি। এদিকে এ বিষয়ে আফগান কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে কাবুলের ভারতীয় দূতাবাস।
ভারত সরকারের পক্ষে কলকাতায় জুডিথের পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। ভারত সরকার জানিয়েছে, জুডিথকে যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এদিকে বোনের অপহরণের খবর জানতে পেরে আজ দুপুরে বেঙ্গালুরু থেকে ট্যুইটারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে যোগাযোগ করেন জুডিথের বড় ভাই জেরম। সুষমা স্বরাজ তাঁর এই টুইটার-বার্তার উত্তরে লিখেছেন, ‘জুডিথ যেমন আপনার (জেরম) বোন, তেমনি তিনি ভারতের মেয়ে। জুডিথকে উদ্ধারের জন্য সব রকম চেষ্টা চালানো হচ্ছে।’ জুডিথের বাড়িতে ফোনও করেছেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এ ব্যাপারে কথা বলেছেন জেরমের সঙ্গে।
জুডিথকে উদ্ধারের জন্য টুইটারে ভারতের কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছে আবেদন জানিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ ব্রায়েনও। সুষমা তাঁকে জানান, তিনি নিজে জুডিথের বিষয়টির ওপর নজর রাখছেন। জুডিথের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ ব্রায়েন। তিনি জানান, জুডিথের পরিবারকে সব ধরনের সাহায্য করবে রাজ্য সরকার।