বিমান হামলায় আইএসপ্রধান নিহত!
গোটা বিশ্বকে চমকে দেওয়ার মতো খবর দিচ্ছে বিশ্ব সংবাদমাধ্যমগুলো। ইরাক-মার্কিন যৌথ বিমান হামলায় নাকি প্রাণ হারিয়েছে বর্তমান বিশ্বে ত্রাসের রাজত্ব কায়েম করা ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদি।
যদিও কোনো নিরপেক্ষ সূত্র থেকে এ খবরের সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি বলে সংবাদমাধ্যমের উল্লেখ। তবুও প্রতিমুহূর্তে এ বিষয়ে বাড়ছে জল্পনা।
দি ইনডিপেনডেন্টের খবর অনুযায়ী, জল্পনার শুরু তুরস্কের প্রভাবশালী সংবাদপত্র ইয়েনিস শাফাকের একটি প্রতিবেদন। আইএস প্রভাবিত আরবি সংবাদ সংস্থা আল-আমাককে উদ্ধৃত করে সেই প্রতিবেদনে বাগদাদির মৃত্যুর খবর প্রকাশিত হয়।
ওই খবরে বলা হয়েছিল, ‘রমজানের পঞ্চম দিনে সিরিয়ার রাক্কায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় প্রাণ হারিয়েছে বাগদাদি।’
এর আগে গত শুক্রবার মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছিল, ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনীর হামলায় গুরুতর আহত হয়েছেন মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল বাগদাদি।
ইরাকের শিয়া রাজনীতিকদের টিভি চ্যানেল আল সুমারিয়াকে খবরের উৎস হিসেবে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।
প্রকাশিত খবরে বলা হয়, হামলার শিকার হওয়ার সময়ে সিরিয়া সীমান্তের পাশে ইরাকের নিনেভেহ এলাকায় একটি গাড়িবহরে ছিলেন বাগদাদি। যৌথ বাহিনীর অগ্রসরমান ভূমিকার কারণে বেশ কয়েকজন জঙ্গি নেতাসহ ওই এলাকা ছাড়ছিলেন বাগদাদি। এ সময় যৌথ বাহিনীর বিমান হামলায় তিনি আহত হন। হামলায় বাগদাদি ছাড়াও বেশ কয়েকজন শীর্ষ জঙ্গি নেতাও নিহত হয়েছেন।
তবে যুক্তরাষ্ট্র ও ইরাকের কর্মকর্তাদের কেউই বাগদাদি আহত হওয়ার খবর নিশ্চিত করেননি।
শুক্রবার বিকেলে বার্তা সংস্থা রয়টার্স যৌথ বাহিনীর মুখপাত্র ক্রিস গার্ভারের বরাতে জানায়, বাগদাদির আহত হওয়ার মতো কোনো নিশ্চিত খবর নেই। উত্তর ইরাকের কুর্দি ও আরব নিরাপত্তা কর্মকর্তারাও এ ধরনের খবর নিশ্চিত করতে পারেননি।
রয়টার্স মন্তব্য করেছে, প্রকৃত ঘটনা যা-ই হোক, আইএসপ্রধান বাগদাদির আহত হওয়ার খবর দাবানলের মতো ছড়িয়েছে ইরাক ও সিরিয়ায়। আর এ খবরে অনেক এলাকা ছেড়ে আজ বিকেলেই পশ্চাৎপসারণ করেছে আইএস বাহিনী।
রয়টার্স আরো জানায়, এর আগেও অনেকবার বাগদাদির আহত এমনকি মৃত্যুর ঘটনার খবর ছড়িয়েছিল। কিন্তু এর প্রতিটিই পরে মিথ্যা প্রমাণিত হয়।