কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

Looks like you've blocked notifications!

কুয়েতে সড়ক দুর্ঘটনায় আলী ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

গতকাল বুধবার ভোরে নিজ কর্মস্থলে যাওয়ার পথে হাসাবিয়া এলাকায় ৬ নম্বর হাইওয়ে পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, নিহত আলী ইসলামের বাড়ি নরসিংদীর মনোহরদী থানার গোতাসিয়ার মধুসাল গ্রামে। তাঁর বাবা প্রয়াত আবদুল মজিদ।

আল তোয়েক কোম্পানিতে চাকরি করতেন আলী ইসলাম। তাঁর লাশ স্থানীয় একটি হাসপাতালের হিমাগারে আছে।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা হয়। দূতাবাসের শ্রম বিভাগ দুর্ঘটনার খবরটি যোগাযোগমাধ্যম থেকে জানতে পেরেছে বলে এনটিভি অনলাইনকে জানায়।

আল তোয়েক কোম্পানির এক কর্মকর্তা প্রকৌশলী আবু সাঈদ জানান, আলী ইসলামের দেশের বাড়িতে যোগাযোগ করা হয়েছে।

এদিকে বাংলাদেশ দূতাবাস জানায়, কোম্পানি বা মৃতের আত্মীয় কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেনি।

এ বিষয়ে দূতাবাসের শ্রম বিভাগের এক কর্মকর্তা জানান, কোম্পানির কারো মৃত্যু হলে লাশ দেশে পাঠানোসহ সব কিছু কোম্পানির লোকজন বহন করেন।

নিয়ম অনুযায়ী, মৃত ব্যক্তির কোনো স্বজনকে দূতাবাসের মাধ্যমে প্রতিষ্ঠানে যোগাযোগ করতে হয়। যোগাযোগ করলে ওই প্রতিষ্ঠান লাশ দ্রুত দেশে পাঠানোর সব কার্যক্রম করে থাকে।

কুয়েতে ছোট-বড় সব রাস্তা জেব্রা ক্রসিং ছাড়া পারাপার সম্পূর্ণ নিষিদ্ধ। স্থানীয় আইনে এটি অপরাধ। সাধারণ লোকজন সময় বাঁচাতে অধিকাংশ সময় জেব্রা ক্রসিং ছাড়া রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন।