ফালুজা পুনর্দখলের দাবি ইরাকের প্রধানমন্ত্রীর

Looks like you've blocked notifications!
আইএসের কাছ থেকে ইরাকের অন্যতম শহর ফালুজা দখলের ইঙ্গিত দেন দেশটির দুই সেনা। ছবি : আল জাজিরা

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি বলেছেন, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে ইরাকের আনবার প্রদেশের অন্যতম শহর ফালুজা পুনর্দখল নিয়েছে দেশটির সেনারা।

স্থানীয় সময় শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সংক্ষিপ্ত এক ভাষণে আবাদি এ ঘোষণা দেন।

আল জাজিরার খবরে বলা হয়, ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল দখলে নেওয়ার কয়েক মাস আগে ২০১৪ সালে ফালুজার দখল নেয় আইএস। এরপর ধীরে ধীরে সংগঠনটি ইরাকের বিস্তীর্ণ অঞ্চল দখলে নেয়।

শুক্রবার দেওয়া ভাষণে সেই ফালুজা পুনর্দখলের কথা দেশবাসীকে জানান ইরাকের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা ফালুজা মুক্ত করার ঘোষণা দিয়েছিলাম এবং তা করেছি। আমাদের নিরাপত্তা বাহিনী ছোট একটি অংশ বাদে শহরের বেশির ভাগ অংশ নিয়ন্ত্রণে আছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে বাদবাকি অংশ নিয়ন্ত্রণে আসবে।’

আইএসের আরবি নাম দায়েশ উল্লেখ করে আবাদি বলেন, ‘ফালুজা জাতির কাছে ফিরেছে। পরবর্তী যুদ্ধক্ষেত্র হলো মসুল।’

‘দায়েশ পরাজিত হবে।’

এর আগে ইরাকি সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, ফালুজার প্রাণকেন্দ্রে পৌঁছেছেন তাঁরা।

ফালুজা পুনর্দখল অভিযানের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আবদুল ওয়াহাব আল-সাদি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘সন্ত্রাসবিরোধী শাখা ও র‍্যাপিড রেসপন্স ফোর্স ফালুজার প্রাণকেন্দ্রে সরকারি ভবনের দখল নিয়েছে।’

ইরাকের রাজধানী বাগদাদ থেকে ৫০ কিলোমিটার দূরে সুন্নি অধ্যুষিত শহর ফালুজা। চার সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের সহায়তায় শহরটি পুনর্দখলের অভিযান শুরু করে ইরাকি বাহিনী।