বাংলাদেশের সঙ্গে সীমান্তে গরুপাচার বন্ধের নির্দেশ মমতার

সীমান্তে গরু চোরাচালান ও অনুপ্রবেশ বন্ধ করতে এবার পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ শুক্রবার দুপুরে কলকাতার পার্শ্ববর্তী উপশহর বিধাননগরে উত্তর ২৪ পরগনা জেলার সরকারি আধিকারিক ও পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে বসে এ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অন্যতম উত্তর ২৪ পরগনা জেলায় সীমান্ত সুরক্ষা জোরদার করার নির্দেশ দেন।
বৈঠকে মমতা উত্তর ২৪ পরগনা জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নির্দেশ দেন, অবিলম্বে সীমান্ত সুরক্ষা যাতে জোরদার করা হয়। সেই সঙ্গে সীমান্তে গরু চোরাচালান ও অনুপ্রবেশ বন্ধ করতে পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। বিশেষ করে সীমান্ত দিয়ে যাতে কোনোভাবেই আর বেআইনি অনুপ্রবেশ না ঘটে তা নিশ্চিত করার জন্য পুলিশকে নির্দেশ দেন মমতা। একই সঙ্গে গরু পাচার বন্ধ করার জন্যও কড়া বার্তা দেন তিনি।
ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী এই জেলা দিয়ে বারবার অনুপ্রবেশ ও গরুপাচারের অভিযোগ ছিল। যে অভিযোগ আগামী দিনে আর না ওঠে তার জন্য প্রশাসনের সবাইকে আরো দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে সীমান্তবর্তী এই জেলার নিরাপত্তা বাড়ানোর ওপরেও জোর দেন তিনি। বিশেষ করে জেলার গুরুত্বপূর্ণ স্থান, বাজার, ট্রাফিক মোড় এবং শপিংমলগুলোতে যাতে সিসিটিভি লাগানো হয় তাঁর নির্দেশও দেন তিনি। এ ছাড়া সীমান্ত এলাকায় পুলিশের টহলদারি ও তৎপরতা বৃদ্ধির নির্দেশ দেন তিনি।