ইরাকে বোমা হামলায় ১২০ জন নিহত

Looks like you've blocked notifications!
ইরাকের বাগদাদে দুটি আত্মঘাতী বোমা হামলা ঘটেছে। ছবি : রয়টার্স

ইরাকের রাজধানী বাগদাদে দুটি বোমা হামলায় অন্তত ১২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। আজ রোববার মধ্য বাগদাদের দুটি এলাকায় এ হামলা চালানো হয়। হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ রোববার সকালে কাররাদা নামক ব্যস্ত বাণিজ্যিক এলাকায় আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়। রমজান মাসের শেষ উপলক্ষে কেনাকাটার উদ্দেশ্যে অনেক ইরাকি সেখানে ছিলেন। কাররাদা এলাকায় হামলার দায় স্বীকার করেছে আইএস।

দ্বিতীয় বোমা হামলা হয় বাগদাদের আল শাব নামক শিয়া অধ্যুষিত এলাকায়। এ হামলায় অনেকে নিহত ও আহত হন।

রয়টার্স জানায়, কয়েক সপ্তাহ আগে আইএসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ইরাকের ফালুজা শহর দখল করে নেয় সরকারি বাহিনী। এর পর এই প্রথম বাগদাদে বড় কোনো হামলার দায় স্বীকার করল আইএস।