বন্দুকধারীর আত্মহত্যার পর ক্যাপিটল হিলে অচলাবস্থা

Looks like you've blocked notifications!

নিজের গুলিতে এক বন্দুকধারী নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের ভবন ক্যাপিটল হিলে প্রায় দুই ঘণ্টা অচলাবস্থার সৃষ্টি হয়। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এ পরিস্থিতি তৈরি হয়।

বিবিসির খবরে বলা হয়, ক্যাপিটল হিলের বাইরে গুলির আওয়াজ শোনার পর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করে পুলিশ সদস্যরা। ভবনের পাশে লোয়ার স্টেট টেরাস এলাকায় একটি স্যুটকেসও উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, এটি বন্দুকধারীর।

হামলার পর কংগ্রেসে অধিবেশন বন্ধ ছিল। ওই সময় অল্প কয়েকজন আইনপ্রণেতা ভবনটিতে ছিলেন।

পুলিশের মতে, ওই হত্যার সঙ্গে সন্ত্রাসের কোনো যোগসূত্র পাওয়া যায়নি। এ ঘটনার পর তদন্তের স্বার্থে পুরো এলাকা ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গত দুই বছরে রাজধানী ওয়াশিংটন ডিসিতে গতকালের ঘটনাটি ছিল অন্যতম নিরাপত্তা উদ্বেগের বিষয়। এর আগে ২০১৩ সালে হোয়াইট হাউসের একটি নিরাপত্তা লঙ্ঘন করে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন এক নারী। পরে ওই নারী গুলিতে নিহত হয়েছিলেন।