ফ্রান্সে হামলা প্রতিহতে ব্যর্থ সরকার, বললেন সারকোজি
ফ্রান্সে বারবার সন্ত্রাসী হামলা প্রতিহতে সরকার ব্যর্থ দাবি করে এর সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজি। জনগণের নিরাপত্তায় বর্তমান সরকার যথেষ্ট পদক্ষেপ নেয়নি বলে দাবি করেন তিনি।
বিবিসি জানায়, ফরাসি টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে নিকোলা সারকোজি এ মন্তব্য করেন। এ সময় তিনি জঙ্গিসংশ্লিষ্ট বিদেশি নাগরিকদের ফ্রান্স থেকে বের করে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে জঙ্গিসংশ্লিষ্টদের বিশেষভাবে চিহ্নিত করার কথা বলেন।
নিকোলা সারকোজি বলেন, ‘গণতন্ত্রকে অবশ্যই দুর্বল হওয়া চলবে না, এখানে শুধু স্মরণের অবকাশ নেই। গণতন্ত্রে অবশ্যই বলতে হবে, আমরাই যুদ্ধে জিতব।’
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ করছে বলে দাবি ফ্রান্স সরকারের। তবে গত ১৮ মাসে কয়েকটি হামলার পরিপ্রেক্ষিতে সমালোচনার মুখে আছে দেশটির সরকার।
গত বৃহস্পতিবার ফ্রান্সের জাতীয় দিবস বাস্তিল ডে উপলক্ষে দেশটির নিস শহরে আয়োজিত অনুষ্ঠানে ট্রাক হামলায় ৮৪ জন নিহত হন। হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়। ওই ঘটনায় আহতদের মধ্যে এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৮৫ জন। তাঁদের মধ্যে ১৮ জনের অবস্থা ছিল গুরুতর। নিসের ঘটনায় নিহতদের মধ্যে মাত্র ৩৫ জনের মরদেহ শনাক্ত হয়ছে।
নিস হামলাকারী তিউনিসীয় নাগরিক মোহামেদ ল্যউইজ বুলেল জঙ্গিসংশ্লিষ্ট বলে কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। প্রতিবেশীদের ভাষ্যমতে, একাকী থাকা এই ব্যক্তি মদ্যপান করতেন, এমনকি নাচেও অংশ নিতেন। ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালাসের মতে, ওই হামলাকারী দ্রুত জঙ্গিদের আদর্শ গ্রহণ করেন এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে হামলা চালান।