নিউইয়র্কে ৬০ হাজার মানুষের ঘর নেই
ঘরহীনদের সংখ্যা বেড়েছে চাকচিক্যের শহর নিউইয়র্কে। যুক্তরাষ্ট্রের বৃহত্তম এই নগরীতে এখন গৃহহীন মানুষের সংখ্যা যেকোনো সময়ের চেয়ে বেশি। প্রায় ৬০ হাজারে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা কোয়ালিশন ফর দ্য হোমলেসের দেওয়া তথ্যমতে, নভেম্বর মাসে নিউইয়র্কে ২৫ হাজার শিশুসহ ৬০ হাজার ৩৫২ জন মানুষ গৃহহীন ছিল। এটা ২০১৪ সালের জানুয়ারি মাসের চেয়ে ১০ শতাংশেরও বেশি। ওই মাসে এই নগরীতে গৃহহীন মানুষের সংখ্যা ছিল ৫৩ হাজার ৬১৫ জন। হাফিংটন পোস্ট।
কোয়ালিশন ফর দ্য হোমলেসের উপনির্বাহী পরিচালক প্যাট্রিক মার্কি বলেন, মেয়র বিল ডি ব্লাসিও ২০১৪ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে নিউইয়র্কে গৃহহীন সংকট আরো প্রকট আকার ধারণ করেছে। তিনি এই পরিস্থিতির জন্য নগরীর তীব্র গৃহায়ণ সংকটের পাশাপাশি আগের মেয়র মিখায়েল ব্লুমবার্গের নীতি এবং গৃহহীন পরিবার ও শিশুদের স্থায়ী আবাসনের লক্ষে পুনরায় সহায়তা প্রদানের ব্যর্থতাকে দায়ী করেন।