কাবুলে বিদেশিদের আবাসস্থলে তালেবান হামলা
আফগানিস্তানের রাজধানী কাবুলে বিদেশিদের একটি আবাসিক এলাকায় হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। এতে এক পুলিশ ও এক তালেবান জঙ্গি নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
বিবিসি জানায়, রাত দেড়টার দিকে এলাকার কাছে বিস্ফোরণ ঘটে, যার শব্দ পুরো শহর থেকেই শোনা যায়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, বিদেশিদের আবাসিক এলাকার উত্তর গেটে লরিবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
স্থানীয় বাসিন্দা এনামুল্লাহ খান বিবিসিকে বলেন, তিনি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় বিস্ফোরণ ঘটে। এটি ছিল বড় বিস্ফোরণ। এর পরপরই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
তালেবান দাবি করেছে, নির্দিষ্ট আবাসিক এলাকায় তাদের যোদ্ধারা লড়াই করছে।
আফগান পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, হামলাকারীদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ওই ঘটনায় এক পুলিশ ও এক তালেবান জঙ্গি নিহত হয়েছেন। অপর এক পুলিশ আহত হয়েছেন।
তিন বছর আগে বিদেশিদের আবাসিক এলাকার উত্তর গেটে হামলার ঘটনা ঘটে। এর পর থেকেই উত্তর গেটে নিরাপত্তা জোরদার করা হয়।
গত সপ্তাহে কাবুলে দুটি আত্মঘাতী বোমা হামলায় ৮০ জন নিহত হয়, আহত হয় আরো ২৩০ জন। ওই হামলাকারীরা জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট বলে জানা যায়।