ফ্রান্সে সৌদি রাজকুমারীর ৯ কোটি টাকার ঘড়ি ছিনতাই

Looks like you've blocked notifications!
প্যারিসের লুভর জাদুঘরের পাশে ছিনতাইয়ের শিকার হন সৌদি রাজকুমারী। ছবি : সংগৃহীত

ফ্রান্সে এক সৌদি আরবের রাজকুমারীর এক মিলিয়ন ইউরো (প্রায় আট কোটি ৮০ লাখ টাকা) দামের একটি হাতঘড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

ডেইলি মেইল জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে লুভর জাদুঘরের কাছে এ ঘটনা ঘটে।

ওই রাজকুমারী পুলিশকে জানিয়েছেন, দুজন ছিনতাইকারী সহিংসভাবে তাঁর কাছ থেকে সুইস ব্র্যান্ডের রিচার্ড মিল ঘড়িটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, সৌদি রাজকুমারীকে হাসপাতালে ভর্তি করা হয়নি।

সশস্ত্র ছিনতাইয়ের ঘটনা নজরদারিতে ফ্রান্সের পুলিশের একটি বিশেষ ইউনিট ঘটনাটির তদন্ত করছে।

এ ব্যাপারে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।