বাগদাদের হাসপাতালে আগুন, ১১ নবজাতক নিহত
ইরাকের রাজধানী বাগদাদের একটি হাসপাতালের প্রসূতি বিভাগে অগ্নিকাণ্ডে ১১ নবজাতক প্রাণ হারিয়েছে। আজ বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ আল-আরদেইনি জানান, অগ্নিকাণ্ডে ইয়ারমৌক হাসপাতালের নবজাতক শিশুদের ইউনিটে থাকা এই শিশুরা শ্বাসরোধ হয়ে মারা গেছে।
সিএনএন জানিয়েছে, বেসামরিক প্রতিরক্ষা সংস্থার প্রাথমিক তদন্তে দেখা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।
ওই মুখপাত্র আরো জানান, গতকাল মঙ্গলবার রাতে ২৯ নারী শিশু জন্ম দিয়েছেন। বাগদাদের অন্যান্য হাসপাতালে তাদের স্থানান্তর করা হয়েছে।