সিরিয়ার মানবিজকে আইএসমুক্ত করেছে বিদ্রোহীরা
মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে সিরিয়ার আলেপ্পো অঞ্চলের মানবিজ মুক্ত করেছে বিদ্রোহীরা।
সিরিয়ার কুর্দি ও আরব যোদ্ধাদের বিদ্রোহী সংগঠন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মানবিজ দখলের মধ্য দিয়ে আইএস জঙ্গিদের ইউরোপে পালানোর পথ বন্ধ হলো। কারণ, এ শহর দিয়েই তুরস্ক হয়ে ইউরোপে যেত আইএস।
বিবিসির খবরে বলা হয়, বিদ্রোহীরা টানা ৭৩ দিন আইএসের সঙ্গে যুদ্ধ করেছে। আইএসের মানবঢাল হিসেবে ব্যবহার করা দুই হাজার বেসামরিক জনগণকেও উদ্ধার করেছে তারা।
তুরস্কের সীমান্তবর্তী আলেপ্পোর মানবিজ শহর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এর ওপর দিয়েই গেছে আলেপ্পো শহরে যাওয়ার রাস্তা। আইএসের কথিত রাজধানীর রাকা যাওয়ার পথও মানবিজ শহরে। দুই বছর আগে শহরটির দখল নেয় আইএস।
সিরিয়ার কুর্দি নেতা সালিহ মুসলিম বলেন, মানবিজ দখলের ফলে আইএস জঙ্গিরা এখন থেকে আর স্বাধীনভাবে ইউরোপে যাতায়াত করতে পারবে না। এখন আইএসের জন্য সিরিয়া থেকে অন্য স্থানে যোদ্ধা ও অস্ত্রশস্ত্র আনা-নেওয়া কঠিন হবে।
মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, পাঁচশর বেশি গাড়িতে আইএসের যোদ্ধারা পরিবার-পরিজন নিয়ে মানবিজ ছেড়ে গেছে।
সিরিয়ার বিদ্রোহীদের সংগঠন এসডিএফের মধ্যে আছে শক্তিশালী ওয়াইপিজি মিলিশিয়া, যাদের সমর্থনে আছে যুক্তরাষ্ট্র।