ক্রিমিয়ায় নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে রাশিয়া

ক্রিমিয়ায় নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। ক্রিমিয়ায় রাশিয়ার বিমানঘাঁটি ও অন্যান্য স্থাপনার সুরক্ষায় এই ক্ষেপণাস্ত্র পাঠানো হবে।
ক্রিমিয়া নিয়ে ইউক্রেনের সঙ্গে সর্বশেষ বিরোধের আগেই এ ক্ষেপণাস্ত্র পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল বলে রাশিয়া দাবি করেছে।
রাশিয়ার সংবাদমাধ্যমে বলা হয়েছে, গত মাসেই ক্রিমিয়ায় থাকা রুশ বাহিনীর জন্য এস-৪০০ ট্রায়াম্প ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বরাদ্দ করা হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, আগামী সপ্তাহেই ক্রিমিয়ায় গণবিধ্বংসী অস্ত্রের বিরুদ্ধে (ডব্লিউএমডি) নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অনুশীলন চালানোর ঘোষণা দেয় রাশিয়া।
২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া অধিকার করে রাশিয়া। গত মাসেও ইউক্রেনের একটি হামলা প্রতিহত করার দাবি করেছে দেশটি।
সম্প্রতি ক্রিমিয়ায় এক সেনা ও গোপন পুলিশের সদস্য হত্যার জন্য ইউক্রেনকে দায়ী করছে রাশিয়া।
রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বলেন, পরিস্থিতির অবনতি ঘটলে ইউক্রেনের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে মস্কো।
রাশিয়ার অভিযোগ নাকচ করে দিয়ে ইউক্রেন জানায়, ক্রিমিয়া সীমান্তবর্তী এলাকায় তারা সেনা মোতায়েন করেছে।
রাশিয়ার সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্স জানায়, এস-৪০০ ক্ষেপণাস্ত্র আকাশে থাকা ৪০০ কিলোমিটার দূরবর্তী কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তবে এটি ৬০ কিলোমিটার দূর থেকে আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। নতুন এই প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের গতিবেগ সেকেন্ডে ৪ দশমিক ৮ কিলোমিটার।