সুইজারল্যান্ডে ট্রেনে আগুন পরে ছুরি হামলা, আহত ৬

Looks like you've blocked notifications!
সুইজারল্যান্ডে ট্রেনে আগুন ধরিয়ে দিয়ে পরে ছুরি হাতে হামলা চালিয়েছে এক ব্যক্তি। ছবি : এএফপি

সুইজারল্যান্ডে ট্রেনে আগুন ধরিয়ে দিয়ে ছুরি হাতে হামলা চালিয়েছে এক ব্যক্তি। ছুরির আঘাতে ও আগুনে পুড়ে শিশুসহ ছয়জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিবিসি জানায়, স্থানীয় সময় শনিবার দুপুর আড়াইটার দিকে সুইজারল্যান্ডের উত্তর-পূর্বের সেইন্ট গ্যালেন অঞ্চলের সালেজ এলাকায় ট্রেনে হামলা হয়। ওই সময় ট্রেনে কয়েকজন যাত্রী ছিলেন।

পুলিশ জানায়, হামলাকারী ২৭ বছর বয়সী এক সুইস নাগরিক। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। হামলাকারীর পরিচয় প্রকাশ না করা হলেও সে যে অভিবাসী নয়, এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, হামলাকারী প্রথমে দাহ্য তরল ছুড়ে মারে। পরে সে ছুরি হাতে হামলা চালায়। হামলায় আহতদের মধ্যে ছয় বছরের এক শিশুও আছে। আহত কয়েকজনের অবস্থা গুরুতর।

পুলিশ জানায়, হামলাকারীর দেওয়া আগুনে ট্রেনে এক লাখ ডলারের বেশি ক্ষতি হয়েছে।

হামলার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো যোগসূত্রের কথা নিশ্চিত না হলেও বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। 

সেইন্ট গ্যালেন অঞ্চলের পুলিশের মুখপাত্র ব্রুনো মেটজ্‌গার স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, এটি সন্ত্রাসী হামলা কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

বিবিসি জানায়, ঘটনাস্থলে তিনটি উদ্ধারকারী হেলিকপ্টার দেখা গেছে। হামলার ঘটনার বড় ধরনের তদন্ত করছে পুলিশ। 

সম্প্রতি কয়েক দফা ট্রেনে হামলায় ইউরোপের দেশগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। 

গত মাসে জার্মানির বাভারিয়ায় ট্রেনে এক আফগান অভিবাসনপ্রত্যাশী কুঠার হাতে হামলা চালায়। এতে চার ব্যক্তি আহত হন। পরে ওই হামলায় দায় স্বীকার করে আইএস।