তুরস্কে ব্যর্থ অভ্যুত্থান : ৮২ হাজার চাকরিচ্যুত-বরখাস্ত
তুরস্কে গত মাসের ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষ চাকরিচ্যুত হয়েছেন। আর সাময়িক বরখাস্ত হয়েছেন প্রায় ৭৭ হাজার। তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম এ তথ্য জানিয়েছেন।
স্থানীয় সময় গতকাল শনিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম সাংবাদিকদের বলেন, সামরিক বাহিনীর তিন হাজারের বেশি সদস্য চাকরিচ্যুত হয়েছেন। যুক্তরাষ্ট্রে থাকা তুরস্কের ইসলামিক নেতা ফেতুল্লা গুলেনের সঙ্গে তাঁরা কোনোভাবে যুক্ত বলে সন্দেহ করা হয়।
আগামী ২৪ আগস্ট তুরস্ক সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। এই পরিপ্রেক্ষিতে আবার ফেতুল্লা গুলেনকে তুরস্কে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন বিনালি ইলদিরিম।
বিনালি ইলদিরিম বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মূল বিষয় হলো ফেতুল্লা গুলেনকে ফেরত পাঠানো। এ নিয়ে আপসের কোনো সুযোগ নেই।
রয়টার্স জানিয়েছে, ইস্তাম্বুলের প্রধান সরকারি কৌঁসুলি ফেতুল্লা গুলেনকে আটকের জন্য যুক্তরাষ্ট্রের কাছে চিঠি দিয়েছেন।
বিবিসি জানায়, তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের একসময়কার বড় সমর্থক ছিলেন ফেতুল্লা গুলেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বসবাস করছেন। বিশ্বজুড়ে দাতব্য প্রতিষ্ঠান এবং ইসলামিক স্কুলের চালান ফেতুল্লা গুলেন।
তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের শুরু থেকেই ফেতুল্লা গুলেনকে দায়ী করেন এরদোয়ান। তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছেন গুলেন। একই সঙ্গে অভ্যুত্থানের কড়া সমালোচনা করেন তিনি।
গত ১৬ জুলাই তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানে ২৭০ জন নিহত হন। পরে তুরস্কেজুড়ে ব্যাপক ধড়পাকড় শুরু হয়। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা অনেক দেশ এরদোয়ান সরকারের এমন ধড়পাকড়ের সমালোচনা করেছে।