কলম্বিয়ায় শিশুদের যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার ২৯৮

Looks like you've blocked notifications!

কলম্বিয়ায় শিশুদের যৌন হয়রানির অভিযোগে ২৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২০ ও ২১ এপ্রিল অভিযান চালিয়ে দেশটির বিভিন্ন স্থান থেকে কর্তৃপক্ষ তাদের আটক করে। কৌঁসুলিরা এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, শিশুদের যৌন হয়রানির অভিযোগে এক হাজার ১৮০ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে। এ বছর কর্তৃপক্ষ ১১ হাজার ৭২৯টি শিশু যৌন হয়রানির রিপোর্ট পেয়েছে। ১৪ বছরের কম বয়সী শিশুরা এ ধরনের নির্যাতনের শিকার হয়েছে।

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, কলম্বিয়ায় শিশুদের ওপর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী এখানে যেসব যৌন হয়রানির ঘটনার তদন্ত হচ্ছে,তার ৮৬ শতাংশই শিশু যৌন হয়রানির ঘটনা।