চীনে চালু হলো সবচেয়ে দীর্ঘ ও উঁচু কাচের সেতু

Looks like you've blocked notifications!
চীনে উন্মুক্ত হওয়া কাচের সেতু। ছবি : এপি

চীনে উন্মুক্ত হলো বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও উঁচুতে নির্মিত কাচের সেতু। মধ্য চীনের হুনান প্রদেশে নির্মিত সেতুটি গতকাল শনিবার জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

বিবিসি জানায়, হুনান প্রদেশের ঝাংঝিয়াজি অঞ্চলে অ্যাভাটার (ওই চলচ্চিত্রের শুটিং হয় সেখানে) নামে পরিচিত দুটি পর্বতের মধ্যে কাচের সেতুটি তৈরি করা হয়েছে। 

চীনের সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, গত বছরের ডিসেম্বরে কাচের সেতুটির নির্মাণ শেষ হয়েছে। মাটি থেকে ৩০০ মিটার উঁচুতে অবস্থিত কাচের ব্রিজটি ৪৩০ মিটার দীর্ঘ ও ছয় মিটার চওড়া। এটি তৈরিতে খরচ হয়েছে ৩৪ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ২৬ কোটি ৬৫ লাখ টাকা। 

সিনহুয়া আরো জানায়, সেতুটিতে তিন স্তরবিশিষ্ট কাচের ৯৯টি প্যানেল ব্যবহার করা হয়েছে। 

বিবিসি জানায়, ইসরায়েলি স্থপতি হেইম দোতান চীনের কাচের সেতুটির নকশা করেছেন। আর স্থাপত্যকলা ও নকশার জন্য এই সেতু এরই মধ্যে বিশ্বরেকর্ড করেছে। 

উন্মুক্ত করার পরপরই অনেকে ব্রিজের ওপর উঠে আনন্দ প্রকাশ করেন। কেউ কেউ তোলেন সেলফি। অনেকের মধ্যে আবার কিছুটা ভয় ও আতঙ্ক চোখে পড়ে। 

বিবিসি জানান, চীনের কাচের সেতু নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন দেখা দেয়। তবে কর্মকর্তারা বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে কাচের সেতুর নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন।

সেতুতে ব্যবহৃত কাচের ওপর হাতুড়ির বাড়ি দিয়ে এর ক্ষমতা পরীক্ষা করা হয়। আবার ওই কাচের ওপর ভারী গাড়িও তুলে দেওয়া হয়। 

কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিদিন সর্বোচ্চ আট হাজার দর্শনার্থী সেতুতে ভ্রমণ করতে পারবেন।