প্যারাগুয়েতে বিদ্রোহীদের হামলায় আট সেনা নিহত

Looks like you've blocked notifications!
প্যারাগুয়ের প্রত্যন্ত অঞ্চলে সেনা টহলের ওপর হামলা চালিয়েছে বিদ্রোহীরা। ছবি : এএফপি

প্যারাগুয়েতে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ এবং গুলিবর্ষণে আট সেনা নিহত হয়েছে। এই হামলার জন্য বিদ্রোহী গোষ্ঠী প্যারাগুয়ান পিপলস আর্মিকে (ইপিপি) দায়ী করছে সরকার।

বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় সময় গতকাল শনিবার প্যারাগুয়ের রাজধানী অসুসিয়ন থেকে ৫০০ কিলোমিটার দূরবর্তী প্রত্যন্ত গ্রাম আরোয়িতোতে ওই হামলার ঘটনা ঘটে।

প্যারাগুয়ের স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিকো দো ভার্গাস বিবিসিকে বলেন, সেনাবাহিনীর একটি নিয়মিত টহলের ওপর বিদ্রোহীরা হামলা চালায়। হামলাকারীরা রাস্তায় পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটায় এবং সেনাদের ওপর গুলিবর্ষণ করে।

টহল সেনাদের ওপর হামলাকারীরা বিদ্রোহী সংগঠন ইপিপির সদস্য বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ধারণা করা হয়, মার্কসপন্থী ইপিপি বিদ্রোহীদের সদস্য সংখ্যা ৫০ থেকে ১৫০ জন।

২০০৮ সাল থেকে প্যারাগুয়ের উত্তরাঞ্চলে কার্যক্রম চালিয়ে আসছে ইপিপি। এখনো পর্যন্ত ৫০ ব্যক্তির মৃত্যুর জন্য এই বিদ্রোহীদের দায়ী করা হয়।