পাকিস্তানের আদালতে আত্মঘাতী হামলা, নিহত ১২

Looks like you've blocked notifications!
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার মারদান জেলা আদালতে আত্মঘাতী হামলাকারীরা আদালতে আইনজীবীদের কক্ষে হামলারও চেষ্টা চালায়। ছবি : এএফপি

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি আদালতে আত্মঘাতী হামলায় ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনের বেশি মানুষ। আজ শুক্রবার সকালে প্রদেশের মারদান জেলা আদালতে এ হামলা হয়।

বার্তা সংস্থা এএফপি জানায়, চার সন্ত্রাসী আত্মঘাতী হামলা চালায়। হামলাকারীরা প্রথমে আদালত চত্বরে গ্রেনেড ছোড়ে। পরে একজনের গায়ে জড়িয়ে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। হামলায় নিহতদের ১২ জনের মধ্যে আছেন পুলিশ সদস্য, বেসামরিক ব্যক্তি ও আইনজীবী।

মারদান জেলা পুলিশের উপমহাপরিদর্শক ইজাজ খান বিবিসিকে বলেন, আদালত চত্বরে নিহত ব্যক্তিদের মধ্যে আছেন তিন আইনজীবী ও দুই পুলিশ সদস্য।

ইজাজ খান আরো জানান, হামলাকারীরা আদালতের বারের কক্ষে প্রবেশের চেষ্টা করে, যেখানে অনেক আইনজীবী ছিলেন। এর আগেই পুলিশ গুলি করে হামলাকারীদের হত্যা করে। 

তবে এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি।

সন্ত্রাসীরা এর আগেও আইনজীবীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। সর্বশেষ গত মাসে তালেবানের হামলায় ১৮ আইনজীবী নিহত হয়েছেন। ওই হামলার দায় স্বীকার করেছিল জামাত-উল-আহরার।

এদিকে, শুক্রবার সকালে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে একটি খ্রিস্টান কলোনিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় এক বেসামরিক নাগরিক, চার আত্মঘাতী হামলাকারীসহ পাঁচজন নিহত হয়েছেন।

খ্রিস্টানপল্লীতে হামলার দায় স্বীকার করেছে তালেবান থেকে বিচ্ছিন্ন হওয়া সংগঠন জামাত-উল-আহরার।