প্যারিস জলবায়ু চুক্তিতে চীনের সমর্থন

Looks like you've blocked notifications!
প্যারিস চুক্তিকে সমর্থন করায় চীনকে এবার কার্বন ডাই-অক্সাইড নির্গমন উল্লেখযোগ্য হারে কমাতে হবে। ছবি : রয়টার্স

ফ্রান্সের রাজধানী প্যারিসে পাস হওয়া বৈশ্বিক জলবায়ু চুক্তিতে সমর্থন দিয়েছে চীনের শীর্ষ আইনসভা।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া এ তথ্য জানিয়েছে।

বিশ্বে সবচেয়ে বেশি কার্বন ডাই-অক্সাইড নির্গমন করে চীন। আর এই গ্যাসই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী।

ধারণা করা হচ্ছে, চীনের জেজিয়াং প্রদেশের হাংজু শহরে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্র ও চীন যৌথভাবে প্যারিস জলবায়ু চুক্তির সমর্থন দেবে।

গত বছরের ডিসেম্বরে ঐতিহাসিক চুক্তি অনুযায়ী, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির গড় হার দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে দেশগুলো কার্বন নির্গমন কমানোয় একমত হয়।

প্যারিস চুক্তি হলো বিশ্বের জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রথম সমন্বিত চুক্তি। তবে এটি তখনই কার্যকর হবে যখন মোট কার্বন নির্গমনের ৫৫ শতাংশের জন্য দায়ী দেশগুলো চুক্তিকে সমর্থন করবে।