ট্রুডোকে তাঁর বাবার মরণোত্তর পুরস্কার দিলেন শেখ হাসিনা
মুক্তিযুদ্ধে বাংলাদেশকে প্রত্যক্ষ সমর্থন জানানোয় কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর হাতে তাঁর বাবা পিয়েরে ইলিয়ট ট্রুডোর মরণোত্তর ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার মন্ট্রিয়লে হায়াত রিজেন্সি হোটেলে কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর এ পুরস্কার তুলে দেন শেখ হাসিনা।
মুক্তিযুদ্ধের সময় দেশটির প্রধানমন্ত্রী ছিলেন পিয়েরে ইলিয়ট ট্রুডো। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী উপস্থিত ছিলেন।
রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে জাস্টিন ট্রুডোর সঙ্গে শেখ হাসিনা দ্বিপক্ষীয় বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এর আগে শুক্রবার মন্ট্রিয়লে অনুষ্ঠিত জিএফের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এইডস, যক্ষা ও ম্যালেরিয়া প্রতিরোধে বিশ্ব নেতাদের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।