গাজায় নৃশংসতার কথা স্বীকার ইসরায়েলি সেনাদের

Looks like you've blocked notifications!
গত বছর ইসরায়েলের সঙ্গে গাজার শাসক দল হামাসসহ বেশ কয়েকটি সংগঠনের যুদ্ধের সময় বিধ্বস্ত বাড়ির সামনে এক শিশু। ছবিটি স্থানীয় সময় ৪ মে-২০১৫, সোমবার তোলা। ছবি : রয়টার্স

গত বছর ৪৯ দিনের যুদ্ধে ফিলিস্তিনের গাজায় নৃশংসতা চালানোর কথা স্বীকার করেছেন কয়েকজন ইসরায়েলি সেনা। তাঁদের সাক্ষ্যের ওপর ভিত্তি করে ইসরায়েলি সাবেক সেনাদের সংগঠন ‘ব্রেকিং দ্য সাইলেন্স’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আলজাজিরার খবরে বলা হয়, নাম প্রকাশ না করার শর্তে গাজা যুদ্ধে অংশ নেওয়া অনেক সেনার বক্তব্য নিয়েছে ব্রেকিং দ্য সাইলেন্স।

গতকাল সোমবার সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, গাজা যুদ্ধে সেনাবাহিনীর সামরিক রীতিতে পরিবর্তন দেখা গেছে।

সংগঠনটির নির্বাহী পরিচালক ইউলি নোভাক বলেন, ‘একটা অস্বস্তিকর চিত্র নির্বিচারে গুলি চালিয়ে বেসামরিক লোকজন হত্যার নীতি সামনে আনে।’

ব্রেকিং দ্য সাইলেন্সের পক্ষ থেকে বলা হয়, ফিলিস্তিনের ভূখণ্ডে দায়িত্বরত ইসরায়েলি সেনারা কী কঠিন বাস্তবতার মুখোমুখি, তা বোঝাতেই প্রতিবেদনটি করা হয়েছে।

গত বছর ইসরায়েল-গাজা যুদ্ধে দুই হাজার দুইশর বেশি ফিলিস্তিনি নিহত হয়। এদের অনেকেই বেসামরিক নাগরিক। ওই যুদ্ধে ইসরায়েলের ৬৭ সেনা ও ছয় বেসামরিক নাগরিক নিহত হয়।