জোট সরকার গঠনে সম্মতি নেতানিয়াহুর
একেবারে শেষ সময়ে এসে জোট সরকার গঠনে সমঝোতায় পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ডানপন্থী দল বায়িত ইয়াহুদি (জুইশ হোম) নেতা নাফতালি বিন্নিত। স্থানীয় সময় গতকাল বুধবার বেঁধে দেওয়া সময়ের ৯০ মিনিট আগে তাঁরা এ সংক্রান্ত চুক্তিতে সই করেন।
বিবিসির খবরে বলা হয়েছে, নির্বাচনে লিকুদ পার্টি জয়লাভ করার পর সাত সপ্তাহ পার হলেও নেতানিয়াহু সরকার গঠন করতে পারছিলেন না। সরকার গঠনের জন্য নেতানিয়াহুর হাতে ছিল ৫৩টি আসন, এজন্য প্রয়োজন ৬১টি আসন। বায়িত ইয়াহুদি প্রয়োজনীয় সেই আটটি আসন দিচ্ছে কোয়ালিশন সরকার গঠনে।
১৯৯৬ সালে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা নেওয়ার পর নেতানিয়াহু এবার চর্তুথ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি নিশ্চিত, এই সমঝোতার জন্য দীর্ঘ সময় নেওয়া হয়েছে বলে কেউ আশ্চর্য হবেন না । আমি এখনই প্রেসিডেন্ট ও নেসেটের (ইসরায়েলের পার্লামেন্ট) চেয়ারম্যানকে জানাবো যে আমি সরকার গঠন করতে প্রস্তুত। ইসরায়েলকে শক্তিশালী ও স্থিতিশীল করতে আগামী সপ্তাহের মধ্যে একটা সরকার গঠন করতে হবে।’
নেতানিয়াহুর এই জোট গঠনের পর যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাথে সম্পর্কের অবনতি হতে পারে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
গত মঙ্গলবার মধ্যপন্থী কুলানু ও দুই রক্ষণশীল অর্থডক্স দল, ইউনাইটেড তোরাহ জুদাইজম (ইউটিজে) এবং শাস--এই তিন পক্ষের সঙ্গে তিনি জোট গঠন করেন।