রূপা, টিউলিপের পর জয় পেলেন রুশনারাও
ব্রিটেনের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে আবারো এমপি নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী। ৩২ হাজার ৩৮৭ ভোট পেয়ে জয় পান রুশনারা, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ম্যাথিউ স্মিথ পেয়েছেন আট হাজার ৭০ ভোট। বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকা থেকে নির্বাচন করেন তিনি।
এর আগে ২০১০ সালে বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে এমপি নির্বাচিত হন রাশনারা আলী। তবে কোয়ালিশন সরকার ইরাকের আইএস জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ায় তিনি এর প্রতিবাদ করে ২০১৪ সালের ২৬ সেপ্টেম্বর সংসদ থেকে পদত্যাগ করেন। যুদ্ধ কোনো সমাধান নয় বলেই মনে করেন এই বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ রাজনীতিবিদ।
অবশ্য ২০১৫ সালের সাধারণ নির্বাচনের জন্য বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনের জন্য তাঁকেই মনোনয়ন দেয় লেবার পার্টি।
১৯৭৫ মালের ১৪ মার্চ বাংলাদেশের সিলেট জেলায় জন্মগ্রহণ করেন রুশনারা আলী। মাত্র সাত বছর বয়সে পরিবারের সাথে লন্ডনে অভিবাসিত হন তিনি।